
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন গাজী জাহিদ হাসান (৩৬)। তিনি জীবননগর উপজেলা মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদ চায়না সাইকেল শোরুমের মালিক।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলা মডেল মসজিদের সংলগ্ন গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।
অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে আটক করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।