ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় চোরাই পাখিভ্যানসহ আটক ৪

আলমডাঙ্গায় চোরাই পাখিভ্যানসহ আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে উকিল (৪৫), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রানা খুরিয়া (কদমতলা) গ্রামের হানিফ সর্দারের ছেলে রেন্টু ইসলাম (৩০), কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের আব্বাস আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০) এবং আলী হোসেনের ছেলে সবুজ হোসেন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, খোরদ গ্রামের মো. মিলন আলী (৩৮) পেশায় একজন পাখিভ্যান চালক। তার মালিকানাধীন আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত পাখিভ্যান গত ২ ডিসেম্বর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা তার বসতবাড়ির রান্নাঘরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় (৩ ডিসেম্বর) দুপুরে মিলন আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমান ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, উদ্ধারকৃত পাখিভ্যানটি যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

আলমডাঙ্গা,পাখিভ্যান,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত