
রংপুর র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার পীরগাছা থেকে জালনোট এবং জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ জালনোট তৈরির মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতায় সাম্প্রতিক সময়ে রংপুরে জাল নোটের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় রোবরবার র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন ৬ নং তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামের জনৈক মানিক মিয়া-র বসতবাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি এবং জালনোটসহ জালনোট তৈরির মূলহোতা মোঃ মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।