অনলাইন সংস্করণ
১৩:১১, ০৫ মার্চ, ২০২৫
ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়তে এবং ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে রাজশাহীতে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এই অবরোধ শুরু করেন তারা।
অবরোধকারী শিক্ষার্থীরা বলছেন, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়তে এবং ঢাবি কেন্দ্রীকতার প্রতিবাদে তাদের এই অবরোধ।
এর আগে, মঙ্গলবার রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা পড়ে আছে। এ আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।