ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দাওয়াহ'র শিক্ষার্থীরা মেধা দিয়ে ইসলাম বিদ্রেষীদের পরাস্থ করবে: ইবি ভিসি

দাওয়াহ'র শিক্ষার্থীরা মেধা দিয়ে ইসলাম বিদ্রেষীদের পরাস্থ করবে: ইবি ভিসি

দাওয়াহ বিভাগের শিক্ষার্থীরা মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর নেতৃত্বের গুণাবলি অনুকরণ করবে। তারা মানুষকে ভালো কাজের উপদেশ এবং খারাপ কাজে নিষেধ করবে। ইসলামের বিপক্ষের শক্তিকে মেধা দিয়ে পরাস্ত করবে। এছাড়াও তাদের অন্যতম প্রধান কাজ হবে জাতিকে নেতৃত্ব দেওয়া।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসকল কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় তিনি আরো বলেন, আমি দাওয়ার মাস্টার্সের সিলেবাস দেখলাম, এখানে প্রতিটা কোর্সে সেমিনার হবার অধিকার রাখে। এই বিভাগকে উন্নত করতে মাসিক রিসার্চ পেপার, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়। ছাত্র এবং শিক্ষকরা এতে অংশগ্রহণ করবে। ডিপার্টমেন্টের অ্যালামনাই থেকে আমার দাবি থাকবে যাতে একটি কম্পিউটার ল্যাব তৈরি করে দেয়। আগামী পাঁচ তারিখে মিশরীয় একটি টিমের সাথে আমার সাক্ষাৎ রয়েছে। মিশরের আল আযহার এর মত বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাতে আমাদের শিক্ষার্থীরা যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। ছাত্রদের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য।

শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ খেতাব নিয়ে তারা বিদায় নিচ্ছে। এছাড়াও তারা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ অঙ্গনে অবদান রেখেছে । তাদের ক্যাম্পাস লাইফকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন আয়োজন করেন বিভাগটি।

শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠানটির সমাপ্তি হয়। এর আগে সকাল ১০ টায় বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে একই স্থানে এসে শেষ হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. মাসউদ আল মাহদী, অধ্যাপক ড. গোলাম মাওলা ও অধ্যাপক ড. কামরুজ্জামান।

এসময় বিদায়ী শিক্ষার্থী নুর জাহান বলেন, বিদায় আমাদের জন্য কষ্টের তার পরেও আমরা যে অশ্লীল, বেহায়াপনা, র‍্যাগ ডে নামক অপসংস্কৃতি থেকে বাহিরে এসে র‍্যালি এর মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান শুরু করতে পেরেছি তার জন্য খুবই আনন্দিত। ২০১৯ সালে নবীনবরণের মাধ্যমে আমাদের এই বিভাগের সাথে পথচলা শুরু হয়। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই পথচলা শেষ হয়েছে। আজকে আমরা সুন্দরভাবে পড়াশোনা শেষ করতে পেরেছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রহিম উল্লাহ স্যার বলেন, “ আমরা বিদায় শিক্ষার্থীদের সাথে সফলভাবে র‌্যালি শেষ করতে পেরেছি এবং তাদের সাথে আজকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আল্লাহর শুকরিয়া, সবাই সুস্থ ও সুন্দরভাবে শিক্ষাজীবন শেষ করতে পেরেছে। সংক্ষেপে বলতে চাই আমরা সবাই সবার জন্য দোয়া করবো।"

ইবি,ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত