ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং কারাতে ক্লাবের ক্রীড়া সম্পাদক সিদরাতুল মুনতাহা সাদিয়া প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সাদিয়া ৬০ কেজি ওজন শ্রেণিতে কুমিতে কুষ্টিয়া বিভাগের হয়ে অংশ নেন।
গত শুক্রবার (৯ মে) ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী “২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫” শুরু হয়।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থা থেকে মোট ৮৭টি দল অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে ছিলেন সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুরো আয়োজনে খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও রেফারিসহ প্রায় ১,০৮১ জন অংশগ্রহণ করেন।
প্রথম অভিজ্ঞতা নিয়ে সাদিয়া বলেন, “এটি ছিল আমার জীবনের এক অবিস্মরণীয় দিন। জাতীয় পর্যায়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি ছিলাম একেবারেই নবীন, তবুও চার রাউন্ডের মধ্যে একটি রাউন্ড জিতেছি। যদিও সেমিফাইনালে যেতে পারিনি, তবে খেলোয়াড়দের মতো আমিও শেষ পর্যন্ত টিকে ছিলাম এবং সবচেয়ে বড় কথা—আহত হইনি।”
ভবিষ্যতের প্রস্তুতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেব। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় সেনসি ও তানজিনা আপুকে—তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি।”
সিদরাতুল মুনতাহার এই অংশগ্রহণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন অনেকেই।