ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে দেখেন, রাজু ভাস্কর্যের সামনে ঘাসে কিছু একটা ছুড়ে ফেলে দ্রুত সেখান থেকে সরে যায় অজ্ঞাত কেউ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, সম্ভবত হাতবোমা কিংবা বড় ধরনের কোনো পটকা বিস্ফোরণ হতে পারে। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত হয়েছে। কারা এ ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এক বিবৃতিতে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও বিচারের দাবি জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে সংগঠনটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।
আবা/এসআর/২৫