ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামিনে কারামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জামিনে কারামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা ও চট্টগ্রামের ১২টি মামলায় জামিন পাওয়ার পর আওয়ামী লীগের নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। কেরানীগঞ্জ কারাগারের জেলা এ কে এম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। তিনি জামিনে মুক্তির পর কারারক্ষীরা সেখানে থেকে চলে গেছেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরে দশম সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

আবা/এসআর/২৫

জামিন,ইঞ্জিনিয়ার মোশাররফ,মুক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত