ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জকসু নির্বাচন স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জকসু নির্বাচন স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

প্রথমবারের মতো আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

নির্বাচন স্থগিতের খবরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হন। এ সময় শিক্ষার্থীরা ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘জকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘১০টার মধ্যে নির্বাচন দিতে হবে দিতে হবে’—এমন নানা স্লোগান দেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। নির্বাচন স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জকসু নির্বাচন,স্থগিত,শিক্ষার্থীদের বিক্ষোভ,ক্যাম্পাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত