ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও

খালেদা জিয়া কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি: বেরোবি উপাচার্য

খালেদা জিয়া কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি: বেরোবি উপাচার্য

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো শোকবার্তায় উপাচার্য বলেন, রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়া কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ব্যক্তিত্ব। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক চাপ ও সংকটের মাঝেও তিনি আদর্শিক অবস্থানে অবিচল ছিলেন, যা তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

শোক বিবৃতিতে উপাচার্য আরও বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষিত ও সচেতন নাগরিক গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন।

একজন নারী নেত্রী হিসেবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য উল্লেখ করে উপাচার্য বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ দেশ-বিদেশের অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

বেরোবি উপাচার্য,আদর্শ থেকে বিচ্যুত,খালেদা জিয়া কখনো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত