বলিউডের প্রাক্তন সুপারস্টার গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নানা কথা শেয়ার করেছেন সুনীতা।
তিনি বলেন, ‘পুরুষ মানুষ ক্রিকেটের মতো, কখনো ভালো, কখনো খারাপ’। দীর্ঘ ৩৭ বছরের সম্পর্কের কথা তুলে ধরে সুনীতা জানালেন, গোবিন্দের ব্যস্ত ক্যারিয়ার ও কাজের কারণে তাদের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও সম্পর্কের গভীরতা পরিবর্তিত হয়নি।
গোবিন্দ ক্যারিয়ারের শুরুতে সুনীতা কে গোপন রাখলেও, পরে নিজের বিবাহিত জীবন প্রকাশ করেন। সুনীতা বলেন, ‘আমি সব সময় মেয়েদের বলি, নিজের স্বামীর হাত শক্ত করে ধরতে। যেমনটা আমি করেছি।’
গোবিন্দের রাজনৈতিক ও পেশাগত জীবনের নানা ব্যস্ততার কারণে তাদের আলাদা বাসায় থাকলেও তাদের সম্পর্ক একদম অপরিবর্তিত। সুনীতা আরো বলেন, ‘অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেনি।’