ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গ্রামবাসীকে নিয়ে ঈদগাহে নামাজের যে উদ্যোগ নিলেন অভিনেতা তামিম

গ্রামবাসীকে নিয়ে ঈদগাহে নামাজের যে উদ্যোগ নিলেন অভিনেতা  তামিম

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা বর্তমানে ইসলাম ধর্মপালনে বিশেষভাবে মনোযোগী। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে ভাবনা-চিন্তায় আমূল পরিবর্তন এনেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে ইসলামিক পডকাস্ট আয়োজনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

এবারের ঈদে তামিম মৃধা ও তার পরিবার একটি অনন্য উদ্যোগ নিয়েছেন। তার গ্রাম কৃষ্ণনগরের ৭টি মসজিদের মুসল্লিরা আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে ঈদগাহে নামাজ আদায় করবেন। শনিবার ফেসবুক স্ট্যাটাসে তামিম জানান, গ্রামের ৭ মসজিদের ইমাম ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিম ঢাকা পোস্টকে বলেন, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করা সুন্নত। আমাদের প্রিয় নবি (সা.) এটাই উৎসাহ দিয়েছেন। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই ইসলামের সৌন্দর্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে পারিবারিক অবস্থান ভালো থাকায় সকলের সমর্থন পেয়েছি। শুক্রবার জুম্মার পর ৭ মসজিদের ইমাম ও প্রতিনিধিদের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তামিম চান, তার গ্রামের এই উদ্যোগ যেন দেশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ে। এতে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে বলে তিনি মনে করেন।

তামিমের উদ্যোগ,৭ মসজিদের মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ পড়বেন ঈদগাহে,তামিম,ঈদ,নামাজ,উদ্যোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত