ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া

শাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলেন রিয়া

২০২৪ সাল ছিল রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে চ্যালেঞ্জে ভরা। টলিউডের এই অভিনেত্রী পার করেছেন ব্যক্তিগত ঝড়ঝাপটা, সামলেছেন দুই সন্তানকে, কিন্তু থেমে থাকেননি। বরং কাজের হাত ধরে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যপানে।

চলতি বছরে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে 'বরবাদ' সিনেমায় অভিনয় করেছেন রিয়া, যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে দেখা গেছে তাকে। ওপার বাংলার ছোট পর্দায় পরিচিত মুখ হলেও, তিনি নিজেকে থামিয়ে রাখেননি। ধীরে ধীরে কাজের পরিধি বাড়িয়ে নিয়েছেন কলকাতা থেকে বাংলাদেশ, আর এবার সরাসরি পা রেখেছেন বলিউডে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই নতুন যাত্রার খবর ভাগ করে নিয়েছেন রিয়া। জানিয়েছেন, 'রিলায়েন্স এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে হিন্দি ছবি ‘বিহান’, পরিচালনায় ধীরাজ কুমার। নারীশক্তি ও বাস্তব জীবনের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়াকে।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও রিয়া জানান, “১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় পৌঁছেছি। সকাল থেকে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, তবে ভালো লাগছে।”

তবে বলিউডে পা দিলেও টলিউড ছাড়ছেন না অভিনেত্রী। বরং দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যেতে চান। বর্তমানে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছেন, যেন শক্তিশালী চরিত্রে অভিনয় করতে পারেন।

রিয়া,বলিউড,অভিনয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত