ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঈদের লড়াইয়ে নাবিলার ‘বনলতা সেন’

ঈদের লড়াইয়ে নাবিলার ‘বনলতা সেন’

আগামী ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে আরও একটি আলোচিত নাম—‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মূলত গত বছর মুক্তির কথা থাকলেও তৎকালীন পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠার পথটা নাবিলার জন্য মোটেও সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে সিনেমার অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটি ছাড়া অন্য কোনো ভূমিকায় তিনি অভিনয় করতে চান না।

এরপর তিন দফা কঠিন ও চ্যালেঞ্জিং অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে অবশেষে চরিত্রটি নিজের করে নেন নাবিলা। তার এই দৃঢ়তা ও আত্মবিশ্বাসই নির্মাতার আস্থার জায়গা তৈরি করে।

‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ আরও অনেকে।

সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও গুণগত মানের বিষয়ে কোনো আপস করেননি পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি জানান, জীবনানন্দ দাশের মতো একজন শক্তিমান কবিকে নিয়ে কাজ করা মানেই বাড়তি দায়িত্ব ও সংবেদনশীলতা। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন—পুরো প্রক্রিয়াটাই ছিল বেশ চ্যালেঞ্জিং।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখেই সিনেমাটির মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কতটা দর্শকের মন জয় করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।

‘বনলতা সেন’,নাবিলা,ঈদের লড়াই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত