অনলাইন সংস্করণ
১৩:০৯, ২৪ ডিসেম্বর, ২০২৫
শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ছায়ানট ভবনে হামলা এবং ময়মনসিংহের ভালুকায় যুবক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচলিত এই অভিনেত্রী।
কলকাতার টেলিভিশন সিরিয়াল থেকে বড় পর্দার নায়িকা হিসেবে ইধিকার উত্থান হয়েছিল মূলত বাংলাদেশের সিনেমার হাত ধরেই। সেই কারণেই প্রতিবেশী দেশের এমন অস্থিরতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। নতুন সিনেমার প্রচারণার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন।
ইধিকা পাল বলেন, ‘একটা দেশ, যাকে আমি খুব ভালোবাসতে দেখেছি। দেখেছি শিল্প ও শিল্পীকে সম্মান করতে। এমনকি আমিও সেখানে অনেক ভালোবাসা পেয়েছি। মানুষে মানুষে ভালোবাসার বন্ধন দেখেছি। আর সেই দেশে যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে উঠছে, সেটা দেখে খুব কষ্ট লাগে।’
তিনি আরও বলেন, ‘আমি চাই খুব দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক।’ বাংলাদেশি অনুরাগীদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানিয়ে ইধিকা বলেন, ‘আপনারা সকলে শান্ত থাকুন, ভালো থাকুন।’
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান ইধিকা পাল। সেই দেশকে ঘিরেই আজ তার এই উদ্বেগপূর্ণ বার্তা।
উল্লেখ্য, ময়মনসিংহের তারাকান্দা থানার বাসিন্দা দিপু চন্দ্র দাস (প্রায় ২৮) জেলার ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, ১৮ ডিসেম্বর রাতে তাকে জোর করে ফ্যাক্টরি থেকে বের করে এনে একদল উত্তেজিত জনতা নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দেশীয় অস্ত্র ও কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে লাশ পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।