ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আট দাবি আদায়ে মঙ্গলবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন রংপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর তাজহাট এলাকায় ঢাকা–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের গেজেটেড পদমর্যাদা প্রদান, পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ, ইন্টার্নি ভাতা চালু এবং ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি রাকিব হোসেন শিশির ও সাধারণ সম্পাদক সামিউল। বক্তব্য দেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী জান্নাত আরাসহ অন্যরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৯ মাস ধরে ৮ দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আন্দোলন করে আসছেন। এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার একাধিকবার আশ্বাস দিলেও এখনো তা কার্যকর হয়নি। এমনকি সবশেষ কৃষি উপদেষ্টা আশ্বাস দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তারা। তাই বাধ্য হয়েই সারা দেশের মতো রংপুরেও আন্দোলনে নেমেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের।

কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি রাকিব হোসেন শিশির বলেন, “সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও আমরা সব পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

এবার দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ না নিলে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির ইঙ্গিত দেন এই শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ,কৃষি ডিপ্লোমা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত