
মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। তবে রাজধানীর যানজট নিরসন ও নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আরও ছয় মাসের জন্য এই কর ছাড় বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় এনবিআর।