অনলাইন সংস্করণ
১৭:৩২, ০৫ অক্টোবর, ২০২৫
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার নিয়েছে। এডিস মশাবাহিত এই রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে।
এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১২১ জন, আর উত্তর সিটিতে ১৯৮ জন। বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রামে ১০৪ জন, রাজশাহীতে ৮২ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১০২ জন। বরিশাল বিভাগে মৃত্যু ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন।
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে বৃষ্টিপাত ও আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে এডিস মশার প্রজনন বেড়েছে, যা ডেঙ্গু সংক্রমণ বাড়াচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই জ্বর, রক্তক্ষরণ ও শরীরে দুর্বলতার জটিলতায় ভুগছেন।