পূর্ব লেবাননে ইসরায়েল বাহিনীর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় ড্রোন হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর অপারেটিভ বলে দাবি করেছে। বাহিনীটি বলেছে, কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে।
এদিকে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায়ও আক্রমণ শুরু করেছে, যা সাধারণত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। গত ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের কাছে হিজবুল্লাহর একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছিল।
হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম মুসাভি তখন বিমান হামলার নিন্দা করে বলেছিলেন, এই হামলা খুব বিপজ্জনক এবং স্পষ্ট আগ্রাসন। এছাড়া লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
আবা/এসআর/২৫