ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাতীবান্ধায় ভাতিজার কোপে চাচা খুন

হাতীবান্ধায় ভাতিজার কোপে চাচা খুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় তার চাচা আবু সামা (৬৬) নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজা হাশেম ও তার সহযোগীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

জানাগেছে, বৃহস্পতিবার আবু সামা তার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাক্টরটি ভাতিজা হাশেমের জমির আইন ভেঙে যায় এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরেরদিন শুক্রবার পূর্ব নির্ধারিত আলোচনার জন্য আবু সামা ও তার ছেলে হাশেমের বাড়িতে গেলে, সেখানে তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আবু সামা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আবু সামার ছেলে বাদল বলেন, গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শুক্রবার হাশেমের বাড়িতে বসার কথা ছিল। সেখানে আমার বাবা গেলে আলোচনা শুরু হওয়ার আগেই আমার বাবাকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আমি তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আনারুল হক বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ছিল।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে হাতীবান্ধা হাসপাতালে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাচা,খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত