ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেফতার

মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধর মামলার মামলার প্রধান আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৭ জুন শুক্রবার সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে, ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, গত ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মানিক কম্পিউটার’ নামের দোকানে ঢুকে দোকান মালিক আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং এলোপাতাড়ি মারধর করেন নাসিম। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পরে, ২৪ জুন মঙ্গলবার সকালে ভুক্তভোগী আলী আজম মানিক ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেফতার,আসামি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত