ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েল

বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শহরতলির একটি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার পর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

লেবাননের ইরানি দূতাবাস এই ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে এই হামলার মাধ্যমে ইসরায়েলের আগ্রাসন, অপরাধ এবং সন্ত্রাসের চরিত্র ফুটে ওঠেছে।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি ড্রোন এবং পরে যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের আল-হাদাথ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজার সিভিল ডিফেন্স সংস্থাটি মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশকিছু বেসামরিক আবাসিক বাড়ি, জনসমাগমের স্থান ও তাবু লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আবা/এসআর/২৫

বৈরুত,বিমান হামলা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত