ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার জন্য ইরানকেও জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৪ মে) হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। হামলায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্যারামেডিকরা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা কয়েকবার চেষ্টা করেও ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে তৈরি উন্নত থাড প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের দূরপাল্লার অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, হুথিদের এই হামলার পেছনে রয়েছে ইরান। ইসরায়েল এর জবাব দেবে; শুধু হুথিদের নয়, তাদের ইরানি মদতদাতাদেরও।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি।
এর পাল্টা জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তাহলে তেহরান তাদের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানাবে।
আবা/এসআর/২৫