মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় ৮ জন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আরও ৩৫ জন আহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী এই হামলাকে 'কাপুরুষোচিত' উল্লেখ করে বলেছে, এটি শুধুমাত্র সামরিক হামলা নয়, বরং বেসামরিক জনগণের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আঘাত। তারা এই হামলার যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ভারতের পক্ষ থেকে এই হামলাগুলোকে 'অপারেশন সিঁদুর' নামে অভিহিত করা হয়েছে। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে, হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল।
আবা/এসআর/২৫