ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহা দূতাবাস। সোমবার এক ইমেইল বার্তায় এই নির্দেশনা জানানো হয়, যেখানে বলা হয়েছে, ‘সতর্কতার অংশ হিসেবে’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ অবস্থানে থাকার অনুরোধ করা হচ্ছে।

তবে এই পরামর্শের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দূতাবাস।

উল্লেখ্য, কাতারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ার বেস অবস্থিত, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয়।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে আঞ্চলিক উত্তেজনা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে মার্কিন স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে—সেই আশঙ্কা থেকেই এই সতর্কতা নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

কাতার,মার্কিনি,নিরাপদ আশ্রয়,মধ্যপ্রাচ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত