মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা অন্তত ৫০ জনে পৌঁছেছে। এদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনো অনেক ক্যাম্পার, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের খোঁজে উদ্ধারকাজ চলছে।
রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, পার্শ্ববর্তী আরও কয়েকটি কাউন্টিও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাভিস কাউন্টির পাবলিক ইনফরমেশন অফিসার হেক্টর নিয়েতো জানান, সেখানে চারজন মারা গেছেন এবং ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
কারভিল শহরের সিটি ম্যানেজার ডাল্টন রাইস শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, ‘আমরা একে দুইভাবে দেখছি—যাকে বলা হচ্ছে জানা নিখোঁজ, যাদের সংখ্যা ২৭। তবে আরও অনেকের কথা আমরা এখনো জানি না, তাই সংখ্যা বলতে পারছি না।’
শুক্রবার (৪ জুলাই) সকালে পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের ফলে নদীর পানি হঠাৎ করে ২৯ ফুট উচ্চতায় পৌঁছে যায় এবং বিপর্যয় শুরু হয়।
কার কাউন্টির প্রধান স্থানীয় কর্মকর্তা বিচারক রব কেলি বলেন, ‘আমরা জানি নদীর পানি বাড়ে, কিন্তু এটা এতটা ভয়াবহ হবে বলে কেউই কল্পনাও করেনি।’
আবা/এসআর/২৫