ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। গাজাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার। নেতানিয়াহু আলোচক দলকে কাতারের রাজধানী দোহায় পাঠাতে নির্দেশ দিয়েছেন। সেখানে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, কাতারের প্রস্তাবে হামাস যে পরিবর্তনগুলো আনার অনুরোধ করছে, তা ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইসরায়েলের কাছে তা অগ্রহণযোগ্য।
তবে, হামাস কী কী পরিবর্তনের অনুরোধ করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ইসরায়েলের গাজা অভিযানে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৩৮৮ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন।
আবা/এসআর/২৫