ইয়েমেনের তিন বন্দরে ইসরায়েলি হামলার পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুথি।
ইয়েমেনের টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। খবর আনাদোলু এজেন্সির।
তিনি বলেন, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট, আশদোদ সমুদ্রবন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে শব্দের চেয়ে ৫গুণ বেশি গতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ ইসরায়েলের এইলাদ বন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন।
এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন, "আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।"
এর আগে, সোমবার ভোরে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা, ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
হুথি গোষ্ঠীর বিরুদ্ধে 'অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ' নামের এক অভিযানের অংশ ছিল এই হামলা।