লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ‘ম্যাজিক সীস’ ডুবিয়ে দেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসার-আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। মঙ্গলবার এই ভিডিও প্রকাশের আগে ইয়েমেনি বাহিনী জানিয়েছিল, ইসরায়েলি বন্দরে জাহাজ প্রবেশের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা জাহাজের মালিক প্রতিষ্ঠান লঙ্ঘন করায় এতে হামলা চালানো হয়।
ফুটেজে দেখা যায়, জাহাজের ক্রুরা ইয়েমেনের নৌবাহিনীর জারি করা সতর্কবার্তা উপেক্ষা করছেন। এরপর মানববিহীন নৌযানগুলো জাহাজে আঘাত হানতে থাকে। এরপর জাহাজে উঠে অভিযান চালায় ইয়েমেনি নৌবাহিনীর স্পেশাল ফোর্স। অভিযানের পর জাহাজটি লোহিত সাগরে পুরোপুরি ডুবে যায়।
ইয়েমেনে সশস্ত্র বাহিনীর বিবৃতি অনুযায়ী, এই জটিল অভিযানে পাঁচটি ব্যালিস্টিক মিসাইল, তিনটি ড্রোন ও দুটি মানববিহীন নৌযান ব্যবহৃত হয়। বারবার আঘাতের পর জাহাজটির তলদেশে ফুটো তৈরি হয় এবং শেষ পর্যন্ত ডুবে যায়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিপীড়িত জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান পরিচালিত হয়। ফিলিস্তিনিদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করে এতে বলা হয়, এই অঞ্চলে ইহুদিবাদী আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।