ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রাণ নিতে আসা ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

ত্রাণ নিতে আসা ৮০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

গাজায় খাদ্য ও ত্রাণ সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ছয় সপ্তাহে প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১১ জুলাই) আরও অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন ছিলেন সহায়তা সংগ্রহে আসা সাধারণ মানুষ।

জাতিসংঘ জানায়, শুধু শুক্রবারই রেশন নিতে আসা অবস্থায় ১০ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এর আগেও বিভিন্ন ত্রাণ বিতরণকেন্দ্রে হামলায় শত শত মানুষ নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চলমান অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়।

এদিকে, পশ্চিমতীরে ইসরায়েলি বসতকারীদের হাতে এক ফিলিস্তিনি-মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং পর্যবেক্ষণ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খাদ্য সহায়তা নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা ঠেকাতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ বলছে, গাজায় নিরস্ত্র সাধারণ মানুষের ওপর নিয়মিতভাবে হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক। তথ্যসূত্র: আল জাজিরা

জাতিসংঘ,৮০০ ফিলিস্তিনিকে হত্যা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত