এবার মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১২ জুলাই) ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত দুটি চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন।
মেক্সিকোকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মেক্সিকো সীমান্ত নিরাপত্তায় সাহায্য করলেও তা যথেষ্ট নয়। মেক্সিকো এখনো মাদক কার্টেলগুলোকে থামাতে পারেনি। ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মেক্সিকান পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।’
ইউরোপীয় ইউনিয়নকেও একই শর্তের আওতায় আনা হয়েছে। ইইউ প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও ৩০ শতাংশ শুল্ক আরোপ হবে। তবে ইউরোপীয় কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না।’
চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণের তুলনায় এখনো কম।
এদিকে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা বিশ্ববাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস