ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের শুল্ক হুমকি, বিশ্ব বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে

ট্রাম্পের শুল্ক হুমকি, বিশ্ব বাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। সম্প্রতি মেক্সিকো ও ইইউ’য়ের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপকে কেন্দ্র করে সোমবার (১৪ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে সোনার দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে সোমবার সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩,৩৫৪.৮৩ ডলারে বিক্রি হতে দেখা গেছে।

ফিউচার মার্কেটেও একই ধারা দেখা যাচ্ছে। প্রতি আউন্স সোনা সেখানে বিক্রি হচ্ছে ৩,৩৭১ ডলারে, যা ২৩ জুনের পর সর্বোচ্চ।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে শুল্ক কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্য প্রবাহে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন তারা।

বাংলাদেশেও সোনার বাজারে এই প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ৭ জুলাই দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করে।

বর্তমানে বাংলাদেশের বাজারে সোনার দাম: ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ১,৭০,৫৫১ টাকা; ২১ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৬২,৭৯৪ টাকা; ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৩৯,৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১,১৫,৩৯১ টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারেও সোনার দাম আরও বাড়তে পারে।

সোনার দাম,ট্রাম্পের শুল্ক হুমকি,বিশ্ব বাজারে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত