ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি।’ এসব সরঞ্জামের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সোমবার (১৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান।
রাশিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সবার ওপর বোমাবর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা, আমি যা মোটেও পছন্দ করি না।’
তিনি জানান, ইউক্রেনে পাঠানো অস্ত্রের সম্পূর্ণ খরচ ন্যাটো বহন করবে। তার ভাষায়, ‘আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে।’
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবার তাদের সামরিক সহায়তা শুরু করেছে। দুই দেশের টানাপোড়েনের কারণে সাময়িকভাবে অস্ত্র সরবরাহ বন্ধ ছিল।