মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ অভিনব এক উদ্যোগ নিয়েছে ‘ভয়ংকর মাংসাশী’ পোকার বিরুদ্ধে। গবাদিপশু ও মানুষের জন্য হুমকি হয়ে ওঠা ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নির্মূলে আকাশ থেকে কোটি কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি ফেলা হবে।
এই স্ক্রুওয়ার্ম পোকার স্ত্রী প্রজাতি গবাদিপশুর শরীরের ক্ষত বা শ্লেষ্মায় ডিম পাড়ে, যা থেকে জন্ম নেয় মাংসভুক লার্ভা। মাত্র দুই সপ্তাহের মধ্যে এটি বিশাল আকারের গরুকে পর্যন্ত হত্যা করতে পারে বলে জানান মার্কিন ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাইকেল বেইলি।
স্ক্রুওয়ার্ম নির্মূলে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে ধরা হচ্ছে জীবাণুমুক্ত পুরুষ মাছি ছড়িয়ে দেওয়া। কারণ স্ত্রী স্ক্রুওয়ার্ম জীবনে একবারই সঙ্গম করে। জীবাণুমুক্ত মাছির সঙ্গে মিলিত হলে ডিম নিষিক্ত হয় না, ফলে প্রজনন বন্ধ হয়ে যায়।
এরই মধ্যে পানামায় প্রতি সপ্তাহে প্রায় ১১ কোটি ৭০ লক্ষ মাছি উৎপাদন করা হচ্ছে। তবে প্রয়োজন অন্তত ৪০ কোটির বেশি মাছি। প্রথম ধাপে দক্ষিণ টেক্সাস ও মেক্সিকো সীমান্ত এলাকায় এই মাছি ছড়ানো হবে।
উল্লেখ্য, ১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র একই পদ্ধতিতে প্রায় ৯,৮০০ কোটি জীবাণুমুক্ত মাছি ছড়িয়ে সফলভাবে স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তবে এবার আরও নিরাপত্তা ও কৌশল নিশ্চিত করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ অধ্যাপক এডউইন বার্গেস বলেন, ‘রাসায়নিকের তুলনায় এই পদ্ধতি অনেক নিরাপদ।’ কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাসান্দ্রা ওল্ডসও একে বৃহৎ পরিসরে প্রয়োগের কথা বলেছেন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান