ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতিতে সন্দেহ, প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান

যুদ্ধবিরতিতে সন্দেহ, প্রতিরক্ষা ও সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান

টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। তবে ইরান মনে করছে, এই বিরতি দীর্ঘস্থায়ী হবে না। তাই নতুন করে প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে তেহরান।

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। নিহত হয়েছেন দেশটির ৯০০-র বেশি মানুষ, এর মধ্যে রয়েছেন ২৪ জন শীর্ষ সামরিক কর্মকর্তা ও ১৪ জন পরমাণু বিজ্ঞানী। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা খামেনিকেও হত্যাচেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেছে তেহরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে সোমবার তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আক্রমণ হলে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি রেখেছি। যুদ্ধবিরতিতে আস্থা রাখা কঠিন।’

তুরস্ক ও মালয়েশিয়া দুই দেশই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ইসরায়েল এই সংঘাতের জন্য দায়ী, আমরা তার নিন্দা জানাই।’

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শত্রুর যে কোনো ভুলের জবাব দিতে সেনারা সদা প্রস্তুত।’

ইরান,সামরিক প্রস্তুতি,যুদ্ধবিরতিতে সন্দেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত