ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত, আহত ১

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত, আহত ১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহত সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম ও সার্জেন্ট ইউলি ফাক্তর। আহত সেনার অবস্থা গুরুতর হলেও তার নাম প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে আইডিএফ ধারণা করেছিল, হামাস যোদ্ধাদের হামলায় এ বিস্ফোরণ ঘটেছে। তবে পরে জানানো হয়, ট্যাংকে থাকা ত্রুটিপূর্ণ শেল থেকেই দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনাটি তদন্তাধীন।

এদিকে ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে আরও এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত সেনা গাজায় ইসরাইলি অভিযানে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে চ্যানেল ১২।

গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় ইসরাইলি সেনা আত্মহত্যার ঘটনা। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ।

আহত ১,ইসরাইলি সেনা নিহত,ট্যাংক বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত