ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ফের সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

ফের সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো যখন কোনো ইসরাইলি মন্ত্রী এমন আহ্বান জানালেন। এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এক ভিডিও বার্তায় বেন গাভির বলেন, সিরিয়ার ভয়াবহ দৃশ্যগুলো প্রমাণ করে—একবার জিহাদি মানেই চিরকাল জিহাদি। তিনি দাবি করেন, যে হত্যা করে, গোঁফ কামিয়ে দেয়, অপমান করে ও ধর্ষণ করে, তার সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। একমাত্র সমাধান হলো আল-জুলানিকে নির্মূল করা। ভিডিও বার্তায় বেন গাভির সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে তার আগের নামে উল্লেখ করেন।

বেন গাভির আরও বলেন, তিনি ইসরাইলের দ্রুজ জনগণকে ভালোবাসেন এবং আন্তরিকভাবে তাদেরকে আলিঙ্গন করেন। তিনি তাদের উদ্দেশে বলেন, আমাদের সাপের মাথায় আঘাত করতে হবে।

এর আগে, সোমবার ইসরাইলের প্রবাসী ইহুদিদের বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি-ও প্রেসিডেন্ট শারাকে হত্যার আহ্বান জানিয়েছিলেন। তিনি শারাকে একজন সন্ত্রাসী ও নৃশংস খুনি হিসেবে আখ্যা দেন।

এদিকে বুধবার ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদা ও দারার পাশাপাশি রাজধানী দামেস্কের কেন্দ্রে প্রায় ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এতে রাজধানী দামেস্কে একজন নিহত এবং ১৮ জন আহত হন।

ইসরাইলি মন্ত্রী,হত্যার আহ্বান,সিরিয়ার প্রেসিডেন্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত