ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রয়োজনে আমেরিকাকে আরো বড় জবাব দেওয়া হবে: খামেনেয়ী

প্রয়োজনে আমেরিকাকে আরো বড় জবাব দেওয়া হবে: খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মারাত্মক আঘাত করেছে এবং ভবিষ্যতে আরও বড় আঘাত হানার ক্ষমতা রাখে।

বুধবার (১৬ জুলাই) বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আমরা কখনও দুর্বল অবস্থানে থেকে লড়াই করি না। আল্লাহর ইচ্ছায় আমরা প্রতিটি ময়দানে আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশ করি। আমাদের হাতে যুক্তি ও শক্তিশালী সামরিক সক্ষমতা দুই-ই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার ঘাঁটিতে আমাদের পাল্টা হামলা ছিল ভয়াবহ। সংবাদমাধ্যমের ওপর থেকে সেন্সরশিপ উঠলে সবাই বুঝতে পারবে, কত বড় আঘাত হেনেছি। প্রয়োজনে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।’

খামেনেয়ী ইরানি জাতির ঐক্য ও শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘শত্রুরা ভেবেছিল ইরানকে দুর্বল করবে, কিন্তু উল্টো পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে।’ সূত্র: পার্সটুডে

খামেনেয়ী,আমেরিকাকে বড় জবাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত