ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৩ সন্তানকে হত্যা করলো স্ত্রী, ক্ষমা করে দিলেন স্বামী!

৩ সন্তানকে হত্যা করলো স্ত্রী, ক্ষমা করে দিলেন স্বামী!

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তিন সন্তানকে দুধে বিষ মিশিয়ে হত্যার ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা তুলে নিয়েছেন হতভাগ্য বাবা। সন্তানদের হারানোর শোক ভুলে স্ত্রীকে ক্ষমা করে সংসার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে ২৩ দিন আগে। পারিবারিক কলহের জেরে জোনাইরা বিবি নামের এক নারী তার ৮ মাস বয়সী মেয়ে মার্সিয়া, আড়াই বছর বয়সী ছেলে নোয়েল ও ৪ বছর বয়সী মেয়ে মানসাকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন। শিশু তিনটি মায়ের সামনেই যন্ত্রণায় মারা যায়।

ঘটনার পর স্বামী সালিম মাসিহ স্থানীয় থানায় স্ত্রী জোনাইরার বিরুদ্ধে মামলা করেন। তিনি কারাগারে আটক ছিলেন।

তবে বুধবার (১৬ জুলাই) আদালতে হাজির হয়ে সালিম মাসিহ একটি নোটারাইজড হলফনামা ও লিখিত চুক্তি জমা দেন। এতে তিনি স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন এবং মামলা না চালানোর কথা জানান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামস হুসেন সিয়াল পুনর্মিলনের ভিত্তিতে মামলার রায় আগামী ১৯ জুলাই ঘোষণার কথা জানিয়েছেন। আদালতে উভয় পক্ষের আইনজীবীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ধরনের ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৩ সন্তানকে হত্যা,স্ত্রীকে ক্ষমা স্বামীর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত