ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরায়েল

যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া-ইসরায়েল

কয়েকদিনের রক্তপাত ও সংঘর্ষের পর সিরিয়া-ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। এই চুক্তিকে ‘কূটনৈতিক মাইলফলক’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিবেশী দেশগুলো।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুওয়াইদা অঞ্চলে দ্রুজ জাতিগোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষ ও সিরীয় বাহিনীর ওপর ইসরায়েলের বিমান হামলার পর প্রতিবেশী দেশদুটি মার্কিন মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে রাজি হয়। খবর রয়টার্স, আল-জাজিরার।

শনিবার (১৯ জুলাই) ভোরে এক্স মাধ্যমে এক পোস্টে ব্যারাক বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ওয়াশিংটন "সমর্থিত" এবং তুরস্ক, জর্ডান এবং সিরিয়ার প্রতিবেশীরা একে স্বাগত জানিয়েছে।

বিবৃতিতে ব্যারাক বলেন, “আমরা ড্রুজ, বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই- আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একযোগে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে এসে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন।”

এর আগে, গত বুধবার ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, হামলার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাগুলো এবং তাদের উদ্দেশ্য ছিল ড্রুজ সম্প্রদায়কে রক্ষা করা—যারা সিরিয়ার প্রাচীন আরব ধর্মীয় সংখ্যালঘু হিসেবে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে বসবাস করছে।

আবা/এসআর/২৫

যুদ্ধবিরতি,সিরিয়া-ইসরায়েল,সম্মত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত