ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ৩৪

ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় নিহত ৩৪

ভিয়েতনামের হালং উপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও সাতজন।

স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টার দিকে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে ৪৮ জন পর্যটক ও পাঁচ ক্রু নিয়ে নৌকাটি উল্টে যায়।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, বেশিরভাগ পর্যটকই দেশটির রাজধানী হ্যানয়ের বাসিন্দা, যার মধ্যে প্রায় ২০ জন শিশুও ছিল।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারী দল ১২ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছেন, যার মধ্যে আটজন শিশু। এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

দেশটির জাতীয় আবহাওয়ার দফতর তাদের পূর্বাভাসে বলছে, একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে। ‘উইফা’ নামে ঝড়টি আগামী সপ্তাহে হা লং উপসাগরের উপকূলসহ ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানবে বলে আশা করা হচ্ছে।

আবা/এসআর/২৫

ভিয়েতনাম,নৌকাডুবি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত