উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দুর্ঘটনায় তরুণ শিক্ষার্থীসহ অনেক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
সোমবার (২১ জুলাই) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তাদের পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও লেখেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে মৃত্যুর সংখ্যা মিলিয়ে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। পরে সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
এ ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তিন দিনের জন্য ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে।