ভারতীয় বিমান বাহিনীর দীর্ঘ ইতিহাসের এক গর্বিত অধ্যায়ের ইতি টানতে যাচ্ছে মিগ-২১ যুদ্ধবিমান। ৬২ বছর ধরে আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত এই সুপারসনিক ফাইটার জেটকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে।
মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, চণ্ডীগড়ের একটি বিমানঘাঁটিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হবে মিগ-২১ বিসন বহরকে।
১৯৬৩ সালে ভারতীয় বাহিনীতে যুক্ত হওয়া সোভিয়েত নির্মিত এই বিমানটি যুগের পর যুগ দেশের আকাশ সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।
মিগ-২১ শুধু যুদ্ধবিমান নয়, এটি ভারতের ইতিহাসে অনেক সামরিক অভিযানের সাক্ষী। ১৯৬৫ ও ১৯৭১ সালের পাকিস্তান-ভারত যুদ্ধ, ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলাসহ বহু মিশনে ছিল এর সক্রিয় অংশগ্রহণ।
বিশেষ করে, বালাকোটের ঘটনায় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মিগ-২১ চালিয়ে পাকিস্তানি যুদ্ধবিমানের মুখোমুখি হন, যার পরিণতিতে তিনি বন্দি হন এবং পরে মুক্তি পান।
বর্তমানে ২৩ নম্বর স্কোয়াড্রন ‘প্যান্থারস’-এর অধীনে থাকা বিমানগুলো ধাপে ধাপে বদলে ফেলা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস এমকে১এ দিয়ে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
বহুদিন ধরেই প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা এবং কিছু দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছিল মিগ-২১ এর ভবিষ্যৎ নিয়ে। এবার সেই প্রশ্নের চূড়ান্ত জবাব হিসেবে আসছে এর সম্মানজনক অবসরের ঘোষণা।
একটি যুগের অবসান ঘটিয়ে মিগ-২১ এর প্রস্থানে ভারতীয় আকাশে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।