ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

৩৮ দিন পর ভারত ছাড়ল ব্রিটিশ যুদ্ধবিমান, ফিরল নিজ দেশে

৩৮ দিন পর ভারত ছাড়ল ব্রিটিশ যুদ্ধবিমান, ফিরল নিজ দেশে

ভারতের কেরালায় টানা ৩৮ দিন অবস্থানের পর ব্রিটেনের উদ্দেশে রওনা দিয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫ বি যুদ্ধবিমান।

মঙ্গলবার (২২ জুলাই) কেরালার থিরুভানন্থাপুরাম বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আধুনিক এ সামরিক উড়োজাহাজটি।

ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গত ১৪ জুন অস্ট্রেলিয়াগামী পথে উড়াল দেয় বিমানটি। তবে ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর বৈরী আবহাওয়া ও জ্বালানির ঘাটতির কারণে পাইলট এসওএস বার্তা পাঠালে ভারতের বিমান বাহিনী দ্রুত সাড়া দিয়ে কেরালায় জরুরি অবতরণের ব্যবস্থা করে।

এরপর বিমানটির হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়লে ব্রিটেন থেকে প্রকৌশলীদের একটি দল ৬ জুলাই ভারতে এসে মেরামত কার্যক্রম শুরু করে। দীর্ঘ দুই সপ্তাহের পর সফলভাবে মেরামত শেষে বিমানটি ফিরে যেতে প্রস্তুত হয় এবং আজ অবশেষে নিজ দেশের পথে রওনা দেয়।

উল্লেখ্য, যুদ্ধবিমানটি ব্রিটিশ এইচএমএস প্রিন্স অব ওয়েল্স এয়ারক্রাফট ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত। এটি গত জুনে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ইন্দো-প্রশান্ত মহাসাগরে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়াতেও অংশ নিয়েছিল।

বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ বি স্টেলথ প্রযুক্তির সমন্বয়ে তৈরি। সংকীর্ণ জায়গা থেকেও উড্ডয়ন ও অবতরণে সক্ষম এই বিমান মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মাণ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ন্যাটো সদস্য দেশগুলোর বাহিনী ব্যতীত অন্য কোনো দেশের কাছে এই যুদ্ধবিমান নেই।

ব্রিটিশ যুদ্ধবিমান,ভারত,৩৮ দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত