ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্ত থেকে সরে গেছে ১ লাখেরও বেশি মানুষ: থাইল্যান্ড

সীমান্ত থেকে সরে গেছে ১ লাখেরও বেশি মানুষ: থাইল্যান্ড

গত এক দশকের মধ্যে কম্বোডিয়ার সাথে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্ত থেকে প্রায় এক লাখেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে বলে জানিয়েছে থাইল্যান্ড।

শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানায় থাই কর্তৃপক্ষ।

এছাড়া সংঘর্ষে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৩ জনই বেসামরিক নাগরিক বলেও জানানো হয়েছে।

থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী চারটি প্রদেশ থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে ৩০০-র বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত কাম্বোডিয়ার সামরোং শহরে শুক্রবার সকালে গোলাবর্ষণের শব্দ শোনা গেছে।

দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ বৃহস্পতিবার ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়, যেখানে যুদ্ধবিমান, কামান, ট্যাংক ও স্থলসেনা মোতায়েন করা হয়। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

কম্বোডিয়ার একটি প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত সংঘর্ষে অন্তত এক জন বেসামরিক নাগরিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

অদ্দার মিনচি প্রদেশের বানতেয় আমপিল জেলার প্রায় এক হাজার ৫০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের মুখপাত্র মেথ মিয়াস ফিয়াকদে।

দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও, এবারের সংঘর্ষ অত্যন্ত তীব্র এবং বেসামরিক জনগণের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। সংঘর্ষ বন্ধে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক মহল।

সীমান্ত,থাইল্যান্ড,কম্বোডিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত