ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭৩ বছর বয়সী এক ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রসিকিউশন বিভাগ।
তেলআবিবের বাসিন্দা ওই নারী একজন পরিচিত সরকারবিরোধী কর্মী। অভিযোগপত্রে বলা হয়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তিনি বর্তমান নেতানিয়াহু সরকারকে ‘ইসরায়েলের জন্য হুমকি’ মনে করে আত্মাহুতি দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করার সিদ্ধান্ত নেন।
প্রসিকিউশনের দাবি, অভিযুক্ত নারী তার এক সহকর্মীর কাছে পরিকল্পনার কথা প্রকাশ করেন এবং তাকে একটি রকেট-চালিত গ্রেনেড সংগ্রহে সাহায্য করার অনুরোধ জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চলাফেরা, কর্মসূচি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহে সহযোগিতা চান।
তবে ওই সহকর্মী নারীর পরিকল্পনায় সাড়া না দিয়ে বরং তাকে বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে বিষয়টি পুলিশকে জানান। এরপর দ্রুত অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর তদন্তে তিনি ‘শহীদ হতে প্রস্তুত’ বলেও মন্তব্য করেছেন। তাই প্রসিকিউশন আদালতের কাছে অনুরোধ জানিয়েছে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে গৃহবন্দি রাখা হোক।
ইসরায়েলে রাজনৈতিক হত্যা তুলনামূলকভাবে বিরল হলেও এর ইতিহাস রয়েছে। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন শান্তিচুক্তি (ওসলো চুক্তি) সমর্থনের কারণে এক চরমপন্থী ইহুদির হাতে নিহত হন।
গত বছরও নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে পোস্ট করে গ্রেপ্তার হন। সূত্র: খালিজ টাইমস