পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
স্থানীয় সময় শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টার্মা শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এসব মরদেহ শনাক্তে কাজ চলছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সড়ক থেকে উল্টে একটি খাদে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
বাসটি লা মারসেড শহরের উদ্দেশে রাজধানী লিমা থেকে যাত্রা করেছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ ভ্রমণ করার পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন।
আবা/এসআর/২৫