ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাশিয়ায় ভূমিকম্পের পর এবার সুনামির আঘাত

রাশিয়ায় ভূমিকম্পের পর এবার সুনামির আঘাত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলের কাছে বুধবার ভোরে তীব্র মাত্রার ভূমিকম্পের পর কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামির ঢেউ। এতে স্থানীয় এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, ভোরে কামচাটকা উপদ্বীপের উপকূলে ৭.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর সঙ্গে সঙ্গে সেভেরো-কুরিলস্কের উপকূলে প্রথম সুনামির ঢেউ আঘাত হানে।

শহরটির প্রায় ২,৫০০ জন বাসিন্দাকে নিরাপদ উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। গভর্নর লিমারেঙ্কো বলেন, “সেখানকার সবাই এখন নিরাপদে আছেন। সুনামির হুমকি না কাটা পর্যন্ত কেউ নিচে নামবে না।”

তিনি আরও জানান, জরুরি সেবা বিভাগগুলো উচ্চ সতর্কতায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় এলাকায় পানি ঢুকে পড়েছে এবং মানুষ দ্রুত উঁচু জায়গায় উঠে আসছে। সুনামি সতর্কতা সাইরেন বাজতে থাকায় সবাই দ্রুত নিরাপদ স্থানে সরে গেছে।

সেভেরো-কুরিলস্ক শহরের ‘আলায়েদ’ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানাটি প্লাবিত হয়েছে। তবে কারখানার সকল কর্মী দ্রুত সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ড্রোনে ধারণকৃত ফুটেজে শহরের নিচু এলাকা প্লাবিত হওয়ার চিত্র প্রকাশ পেয়েছে।

কুরিল দ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, “কামচাটকা উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের কারণে পুরো কুরিল দ্বীপপুঞ্জে সুনামির হুমকি রয়েছে।” তাই দ্বীপের একাধিক এলাকায় উপকূল পর্যবেক্ষণ ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া কার্যক্রম চলছে।

জরুরি বিভাগগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কেউ নিরাপদ স্থানে না নামার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: টিআর

রাশিয়া,ভূমিকম্প,সুনামি,কুরিল দ্বীপপুঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত