
রাশিয়ার উপকূলের কাছে ঘটে যাওয়া একটি বিরাট ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানের কিছু অংশে সুনামির ঢেউ আঘাত হেনেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে সতর্কতা জারি করা হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের কর্মকর্তা সের্গেই লেবেদেভ জানান, ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের পর বুধবার ভোরে রাশিয়ার পূর্বতীর কামচাটকা অঞ্চলে সর্বোচ্চ ৪ মিটার (১৩ ফুট) উঁচু সুনামির ঢেউ আঘাত হানে।
সাখালিন অঞ্চলের সী-পর্ট শহর সেভেরো-কুরিলস্ক প্লাবিত হয়ে পড়েছে, যেখানে প্রায় ২,০০০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বেশ কিছু ভবন পানিতে ডুবে গেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশ, ল্যাটিন আমেরিকার উপকূলবর্তী অঞ্চল ও এশিয়া ও প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে বুধবারের শেষ দিকে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডর ও রাশিয়ার উপকূলে ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আসতে পারে। পাশাপাশি হাওয়াই, চিলি, পেরু, কোস্টারিকা, জাপান এবং প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে ১ থেকে ৩ মিটার (৩.৩ থেকে ৯.৮ ফুট) উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা প্রতিষ্ঠান হাওয়াই, আলাস্কা এর আলিউটিয়ান দ্বীপপুঞ্জ ও ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলের জন্য সুনামি “সতর্কতা” জারি করেছে। এছাড়া ওয়াশিংটন ও ওরেগন রাজ্যের জন্য অপেক্ষাকৃত কম মাত্রার সুনামি পরামর্শ দেওয়া হয়েছে। এসব এলাকায় ঢেউ আসার সম্ভাবনা বুধবার বিকেল থেকে রয়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অপেক্ষাকৃত কম বিপজ্জনক সুনামি সতর্কতা জারি আছে।
হাওয়াইয়ের হলুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিভাগটি এক টুইটে জানায়, “তৈরি থাকুন! ধ্বংসাত্মক সুনামির ঢেউ আসার সম্ভাবনা রয়েছে।”
হাওয়াই রাজ্যের কর্মকর্তারা আশা করছেন, প্রথম সুনামির ঢেউ মঙ্গলবার সন্ধ্যা ৭:১০ (স্থানীয় সময়) নাগাদ আসবে।
হাওয়াইয়ের পরিবহন বিভাগ জানায়, সুনামি সরানোর জন্য হিলো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা