ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাপানের সতর্ক বার্তা

একদিনের বেশি স্থায়ী হতে পারে সুনামি পরিস্থিতি

একদিনের বেশি স্থায়ী হতে পারে সুনামি পরিস্থিতি
প্রতীকী ছবি

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে সুনামি। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, সুনামি পরিস্থিতি অন্তত একদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

বুধবার (৩০ জুলাই) সংস্থাটির এক মুখপাত্র জানান, “একই মাত্রার আগের ভূমিকম্পের অভিজ্ঞতার আলোকে আমরা ধারণা করছি, জাপানের পূর্ব উপকূলে উচ্চমাত্রার সুনামি পরিস্থিতি কমপক্ষে ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।”

সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়, সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে, এবং যতক্ষণ না পর্যন্ত সরকারি সতর্কতা বা পরামর্শ প্রত্যাহার করা হয়, আক্রান্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় ছেড়ে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জাপানের পূর্ব উপকূলে এখন পর্যন্ত রেকর্ড করা ঢেউয়ের উচ্চতা প্রায় ৬০ সেন্টিমিটার (প্রায় ২ ফুট), যা প্রাথমিকভাবে পূর্বাভাস দেওয়া ৩ মিটার ঢেউয়ের চেয়ে অনেক কম। তবে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: সিএনএন

সুনামি,জাপান,সতর্ক বার্তা,রাশিয়া,ভূমিকম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত